রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ৮ দোকান

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ আগস্ট, ২০২২ at ৭:৩৭ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে গেছে ৮টি মোটর গাড়ির পার্টসের দোকান ও গ্যারেজ। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গতকাল বুধবার (৩ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে কাপ্তাই সড়ক সংলগ্ন মরিয়মনগর চৌমুহনী এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মো. কুদ্দুসের ফুলের দোকান, মো. সালাউদ্দিনের গাড়ির ব্যাটারি ও টায়ারের দোকান, মো. আলাউদ্দিনের মোটর গাড়ির যন্ত্রাংশের দোকান, মো. রাশেদের মোটরসাইকেল গ্যারেজ, মো. করিমউদ্দিনের অটোরিকশার যন্ত্রাংশের দোকান, মো. নুরুন্নবীর গাড়ির গ্যারেজ, মো. কাসেমের টাইলসের দোকান ও মো. ফরিদের মোটর গাড়ি মেরামতের দোকান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এসব দোকানে আগুন লেগে গাড়ির প্রচুর মূল্যবান যন্ত্রাংশ পুড়ে গেছে। পুড়ে গেছে দোকানে রাখা তিনটি ব্যাটারিচালিত রিকশা ও ৫টি মোটরসাইকেল।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত গিয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্তসাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ বলা যাবে।”

বিকেলের দিকে অগ্নিদুর্গত এলাকা পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।

পরিদর্শন শেষে তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত দোকানে গাড়ির মূল্যবান যন্ত্রাংশ ছিল। তাদের প্রচুর ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে মুঠোফোনে জানিয়েছি।”

পূর্ববর্তী নিবন্ধবিএসআরএমের প্ল্যান্ট পরিদর্শনে সিআইইউ বিজনেস স্কুলের শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধবঙ্গোপসাগরে ১ লাখ ইয়াবা উদ্ধার