নেদারল্যান্ডসকে ২৮৭ রানের টার্গেট পাকিস্তানের

আজাদী অনলাইন | শুক্রবার , ৬ অক্টোবর, ২০২৩ at ৭:০৪ অপরাহ্ণ

মোহাম্মদ রিজওয়ান ও সাউদ শাকিলের নৈপুণ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনশয়ের কাছাকাছি সংগ্রহ করেছে পাকিস্তান। ব্যাটিং বিপর্যয়ে শুরুর পর মাঝে দলের হাল ধরেন এই দুই ব্যাটার। শেষদিকে রান পান মোহাম্মদ নওয়াজ ও শাদাব খানও।

আজ শুক্রবার (৬ অক্টোবর) ভারতের হায়দ্রাবাদে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভারেই সবগুলো উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ২৮৬ রান।

উদ্বোধনী জুটিতে ভালো করতে পারেননি পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান (১২) ও ইমাম উল হক (১৫)। তিনে নেমে বাবর আজম সাজঘরে ফেরেন ৫ রানে। চতুর্থ উইকেটে দারুণ জুটি গড়েন রিজওয়ান ও শাকিল। ১১৪ বলে ১২০ রানের জুটি গড়ে তারা দলের সংগ্রহ বাড়াতে থাকেন। তবে আরিয়ান দুত এসে শাকিলকে ফিরিয়ে ভেঙে দেন এই জুটি। ৬৮ রানে পাকিস্তানি এই ব্যাটারের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি রিজওয়ানও। সমান রান করে তিনিও ফেরেন সাজঘরে।

মাঝে ইফতেখার আহমেদ নেমে ৯ রান করে উইকেট হারান। পরে ৭০ বলে ৬৪ রানের জুটি গড়ে দলের সংগ্রহ আড়াইশ পার করেন শাদাব ও নওয়াজ। ৩২ রানকে শাদাবকে ফিরিয়ে এই জুটি ভাঙেন বাস ডি লিড। ৩২ রান করে শাদাব বিদায় নেওয়ার কিছুক্ষণ পর উইকেট হারান ৩৯ রান করা নওয়াজ। শেষদিকে হারিস রউফের ১৬ ও শাহিন শাহ আফ্রিদির অপরাজিত ১৩ রানে লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান।

নেদারল্যান্ডসের হয়ে ৯ ওভার বল করে ৬২ রান খরচায় ৪ উইকেট নেন ডি লিড। জোড়া উইকেট পান অ্যাকরম্যান।

পূর্ববর্তী নিবন্ধ“লালদীঘির পাড়ে পাগল নাচলেও এর কাছাকাছি মানুষ হয়”
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় জামায়াতের আমিরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা