লোহাগাড়ায় জামায়াতের আমিরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ৬ অক্টোবর, ২০২৩ at ৯:২৮ অপরাহ্ণ

জামায়াত ইসলামী বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখার আমীর মো. আসাদুল্লাহসহ ৬ জনকে এজাহারনামীয় আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে বিস্ফোরণ আইনে এই মামলা রুজু করা হয়। মামলায় ৮০-৯০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

মামলার বাদী মো. মামুনুর রশীদ (২১) উপজেলার পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর পদুয়া ঘোনার পাড়া এলাকার আব্দুল করিমের পুত্র।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘী বাজারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বেআইনী জনতাবদ্ধে পথরোধ করে। এছাড়া সাধারণ জখম ও ভয়ভীতি প্রদানসহ ককটেল বিস্ফোরণ ঘটানোর অপরাধে এই মামলা দায়ের করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, জামায়াতের ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধনেদারল্যান্ডসকে ২৮৭ রানের টার্গেট পাকিস্তানের
পরবর্তী নিবন্ধপাকিস্তানি বোলারদের তোপে ভেঙে পড়ল ডাচরা