৪১ মিলিমিটার বৃষ্টিতেই তলিয়ে গেল নিম্নাঞ্চল

আজাদী অনলাইন | শুক্রবার , ১৭ জুন, ২০২২ at ৫:৪২ অপরাহ্ণ

বৃষ্টির কারণে নগরীর অনেক নিম্নাঞ্চল তলিয়ে গেছে।

আগ্রাবাদ মা, শিশু ও জেনারেল হাসপাতালের নিচতলায় পানি উঠে যাওয়ায় দুর্ভোগে পড়েন রোগী, স্বজন, চিকিৎসকরা।

পতেঙ্গা আবহাওয়া অফিস আজ শুক্রবার (১৭ জুন) বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে।

বৃষ্টিতে নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েন সাধারণ খেটে খাওয়া মানুষ।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শেখ হারুনুর রশীদ জানান, পতেঙ্গা আবহাওয়া অফিসে বিকেল ৩টা পর্যন্ত ৪০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবের কারণে চট্টগ্রামের কোথাও কোথাও বজ্রপাতসহ ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে।

পূর্ববর্তী নিবন্ধএক দিনে করোনা শনাক্ত ৪৩৩
পরবর্তী নিবন্ধতিন দিনের জন্য বন্ধ ওসমানী বিমানবন্দর