তিন দিনের জন্য বন্ধ ওসমানী বিমানবন্দর

আজাদী অনলাইন | শুক্রবার , ১৭ জুন, ২০২২ at ৭:০৭ অপরাহ্ণ

ভয়াবহ বন্যার মধ্যে রানওয়ের কাছে বন্যার পানি চলে আসায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, আজ শুক্রবার থেকে তিন দিন এই বিমানবন্দরে কোনো ফ্লাইট উঠানামা করবে না।

তিনি জানান, বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে এসেছে। এছাড়া সিলেটজুড়ে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় তিন দিনের জন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

সার্বিক পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

বৃষ্টি আর উজানের ঢলে সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নগরীসহ পাঁচ উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আড়াইশয়ের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার বেশিরভাগ এলাকাই পানিতে তলিয়ে গেছে। জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলারও বিস্তীর্ণ এলাকা প্লাবিত।

পানি বাড়ছে সিলেট সদর, দক্ষিণ সুরমা, জকিগঞ্জ ও বিশ্বনাথ উপজেলায়। নগরীর অনেক এলাকা এখন পানির নিচে।

পূর্ববর্তী নিবন্ধ৪১ মিলিমিটার বৃষ্টিতেই তলিয়ে গেল নিম্নাঞ্চল
পরবর্তী নিবন্ধপর্তুগালে নতুন ধরনের কাজের ভিসার অনুমোদন