পর্তুগালে নতুন ধরনের কাজের ভিসার অনুমোদন

মো. রাসেল আহম্মেদ, লিসবন (পর্তুগাল) থেকে | শুক্রবার , ১৭ জুন, ২০২২ at ৭:৪৭ অপরাহ্ণ

ক্রমবর্ধমান কর্মী সংকট সমাধান ও নিয়মিত অভিবাসনকে উৎসাহ প্রদানের জন্য পর্তুগাল সরকার নতুন ধরনের কাজের ভিসার অনুমোদন দিয়েছে।

নতুন এই আইনের অধীনে একজন কর্মী ১২০ দিনের জন্য কাজ খোঁজার ভিসার আবেদন করতে পারবে যা পরবর্তীতে আরো ২ মাস বাড়ানোর আবেদন করা যাবে।

পাশাপাশি এই আইনের অধীনে অভিবাসনের ক্ষেত্রে যে কোটা পদ্ধতি ছিল তা পুরোপুরি বাতিল হতে চলেছে। ফলে এখন থেকে অধিক সংখ্যক ননইউ নাগরিকের পর্তুগালে কাজের এবং অভিবাসনের সুযোগ তৈরি হবে।

পর্তুগালের সংসদ বিষয়ক মন্ত্রী এনা ক্যাটারিনা মেন্ডেস উল্লেখ করেন এই আইনের ফলে কাজের জন্য আবাসিক ভিসা ব্যবস্থাপনায় এতদিন যে নৈরাজ্য বা কোটা পদ্ধতি চলছিল তার অবসান হতে চলেছে।

প্রস্তাবিত আইনে পর্তুগালে প্রবেশ, থাকা, প্রস্থান ও অপসারণ সংক্রান্ত বেশ কিছু সংশোধনী দিয়েছেন যা ইতিমধ্যে মন্ত্রী পরিষদ কর্তৃক অনুমোদিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতিন দিনের জন্য বন্ধ ওসমানী বিমানবন্দর
পরবর্তী নিবন্ধছাত্রলীগ নেতার মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা ছাত্রদল সভাপতি