কৌতুক কণিকা
দোকানটাতে চুরি করার সময় তুমি একবার ও তোমার স্ত্রী আর মেয়ের কথা ভাবলে না?
কী করব হুজুর ওটাতে যে শুধু পুরুষের পোশাকেই ছিল।
ডাকাতির পর প্রতিবেশীদের বাড়িতে পুলিশের তদন্ত
গত রাতে পাশের বাড়িতে ডাকাতি হলো আর আপনারা কিছই শুনতে পাননি!
গোলাগুলি আর তাদের কুকুরটার ঘেউ ঘেউ শব্দে কীভাবে শুনবো বলুন?
কৌতুক কণিকা
আমি যখন গান করি তখন তুই বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকিস কেন?
কারণ প্রতিবেশীরা যেন বুঝতে পারে গানটা আমি গাইছি না।
কৌতুক কণিকা
আপনি স্ত্রীকে তালাক দিতে চান কেন?
ও আমার সাথে ৮ মাস কথা বলছে না।
এখনও ভেবে দেখুন। এরকম স্ত্রী আর পাবেন না কিন্তু।
কৌতুক কণিকা
মা, ম্যাডাম আমার জন্য ইংরেজীতে একটা ভালো গৃহশিক্ষক রাখতে বলেছেন।
কেন?
তোমার করে দেয়া ট্রান্সলেশন গুলো দেখে তিনি বলেছেন, "কোন গাধা এগুলো করেছে?"
কৌতুক কণিকা
আপনার বয়স হয়েছে তাই ছোট শিশুরা যা খায় তাই খাবেন।
চেষ্টা তো করছি, হজম হলেই তো।
কী কী খেয়েছেন?
কাগজ ,মাটি, পাথর ইত্যাদি
কৌতুক কণিকা
এই ছেলে তুমি পরীক্ষায় কতবার ফেল করেছ?
ফেল যাতে না করি সেজন্য তিন বছর ধরে একবার ও পরীক্ষা দেইনি, স্যার।
বৃষ্টির দিনে গৃহকর্তা গৃহকর্মীকে
হাসিব, যা বাগানে গিয়ে ফুল গাছগুলোতে পানি দিয়ে আয়।
স্যার, বাইরে তো বৃষ্টি হচ্ছে।
বৃষ্টি হলে ছাতা নিয়ে যা।
কৌতুক কণিকা
আমাদের বিয়ের খবরটা আমি আগে পাশের বাড়ির জাবেদকে জানাবো।
কেন?
কারণ সে বলেছিল আমাকে নাকি গাধা ছাড়া কেউ বিয়ে করবে না।
কৌতুক কণিকা
দুধ থেকে দই বানানোর একটা সহজ পদ্ধতি বলো।
স্যার, এই কোনো ব্যাপারই না। গাভীকে তেঁতুল খাইয়ে দিলেই হবে।
আরো খবর
দোহাজারী ফুলতলা এলাকাবাসীর আকুল আবেদন
আমরা দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকার বাসিন্দা। যুগ যুগ ধরে পরিবার পরিজন নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বাস করে আসলেও বর্তমানে বসবাসের অযোগ্য হয়ে আসছে অত্র এলাকা।...
x