বাঁশখালীর চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হকের জামিন

নির্বাচন কমিশনারের মামলা

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ১০:৪৯ অপরাহ্ণ

বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে মন্তব্য করায় বাঁশখালী থানায় নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন।

আজ সোমবার(১৮ জুলাই) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করে।

প্রসঙ্গত, গত ২৯ মে চাম্বলের বাংলা বাজার এলাকায় এক নির্বাচনী সভায় বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী ইভিএম নিয়ে বিরূপ মন্তব্য করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তার মাধ্যমে তদন্ত শুরু হয়।

এই কার্যক্রম ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এবং দণ্ডবিধি অনুযায়ী অপরাধ।

এই প্রেক্ষাপটে চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে গত ৫ জুন উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।

এ মামলার কারণে প্রথমে ১৫ জুনের নির্বাচন এবং সর্বশেষ ১৪ জুলাইয়ের নির্বাচন আবারো ১২ জুলাই কমিশন স্থগিত করে।

চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বাদী হয়ে বাঁশখালী থানায় দায়ের করা মামলায় মুজিবুল হক চৌধুরী হাইকোর্ট থেকে জামিন নেন। জামিনের সময় শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করে।

এদিকে, নির্বাচন পেছানোর ফলে এলাকার সাধারণ জনগণ এবং সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্যরা উপজেলা সদরে মানববন্ধন করে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির লংগদুতে গোলাগুলিতে যুবক নিহত
পরবর্তী নিবন্ধটয়লেটের ট্যাঙ্কের ভেতর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার