পৌরসভার সৌন্দর্যবর্ধনে বান্দরবানে স্ট্রিট লাইট

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ৭ অক্টোবর, ২০২৩ at ১০:১০ অপরাহ্ণ

পর্যটন জেলা বান্দরবান পৌরসভার সৌন্দর্যবর্ধনে ৫ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে সড়কের দুই পাশে স্ট্রিট লাইট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

একই সাথে পৌর এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতায় দ্রুত ময়লা আর্বজনা অপসারণ কার্যক্রমে গতিশীলতা আনয়নের জন্য ৪টি আধুনিক মানের থ্রী হুইলার গাড়িরও উদ্বোধন করা হয়।

আজ শনিবার (৭ অক্টোবর) সকালে বান্দরবান পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এগুলোর উদ্বোদন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, জোন কমান্ডার লে. কর্নেল মাহামুদুল হাসান, পৌরসভার মেয়র মো. সামশুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, “জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বদলে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনপদ। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি এবং পর্যটন শিল্প সব ক্ষেত্রেই এগিয়েছে পার্বত্যবাসী। পার্বত্যবাসীর উন্নয়নে গড়ে তোলা হচ্ছে নতুন নতুন অবকাঠামো। দূরদূরান্তে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের উন্নয়নের ছোঁয়ায় সম্পৃক্ত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার যাতে উন্নয়ন ও সুবিধা বঞ্চিত একজন মানুষও না থাকে দেশে। উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাস করে আওয়ামী লীগ সরকার। অথচ ষড়যন্ত্রকারীরা নানা মিথ্যা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে সরকারের বিরুদ্ধে। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে সবাইকে।”

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে ভূমিকম্পে নিহত শতাধিক
পরবর্তী নিবন্ধসর্বোচ্চ দলীয় সংগ্রহে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ মিশন শুরু