পটিয়ার জিরিতে ওসমানিয়া জামে মসজিদের উদ্বোধন

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার জিরিতে ওসমানিয়া জামে মসজিদ উদ্বোধন করলেন পটিয়ার সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল। উদ্বোধনী অনুষ্ঠানে দেশ জাতি ও বিশ্ব শান্তি কামনা করে মিলাদ, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জিরি আল জামিয়ার প্রধান পরিচালক মওলানা হাফেজ মোহাম্মদ খোবাইব বিন তৈয়ব হাফিজাহুললাহ।

এসময় উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আনোয়ার, জিরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, আবদুল মোনাফ, চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার, মুজিবুর রহমান, হাজী নজরুল ইসলাম, জমির উদ্দীন মানিক, ফজলুল কাদের, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন মিয়া, ভূমি দাতা আবু শহীদ রমজান, সাহাবুউদদীন খোকন, শফিউল আযম, জঙ্গল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদদীন বকুল, গাজী মোহাম্মদ মনির, মনছুর আমিরী, সালাম ফারুকী, জিয়াউল হক জিয়া, বছিরুল আলম, আবু বক্কর রায়হান, সেলিম উদ্দীন, নাছির উদ্দীন, শাহজাহান সিরাজ, জমির উদদীন আজাদ, সেলিম উল্লাহ কবির, জমির উদ্দীন, শফিকুল ইসলাম লিটন, মোহাম্মদ ফোরকান, গাজী দিদার, এনাম উল্লাহ, মোমেন শিকদার, আজাদ হোসেন রিপন, সোহান, নাজিম, ইয়াছিন, সোলাইমান, জাহেদুল ইসলাম সুজন, মাহাতাব উদদীন সবুজ, , নাঈম উদদীন, শহিদ, সাইফু, সুমন, দিলোয়ার, শাহ আলম, ফারুক, রাজু, শরিফ, হেলাল, তাইফু, আতিক, মিতুন, মুনতাসীর, তুষার।

পূর্ববর্তী নিবন্ধপিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধঝিওরী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদের সভা