চুনতি শাহ সাহেব কেবলার প্রতিষ্ঠিত সীরত ইসলাম প্রচারে অনন্য

সীরতুন্নবী (সা.) ৯ম দিবসের আলোচনায় বক্তারা

| শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৩:২৬ অপরাহ্ণ

১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্‌ মনজিল সীরত ময়দানে ৯ম দিবস গতকাল অনুষ্ঠিত হয়। চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি সভাপতি ড. মাওলানা হেলাল উদ্দীন মোহাম্মদ নোমান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক দুই অধিবেশনে সভাপতিত্বে বিশেষ মেহমান ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আযাদী ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাঈল। চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামীর যৌথ সঞ্চালনায় আলোচনা করেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মাওলানা মুনাওয়ার আজহার, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাওলানা সাইফুল ইসলাম, পেকুয়া রাজাখালি বেশারাতুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা তাওফিক আল মোবারক, মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শরাফত হোছাইন, চুনতী ফরেস্ট অফিস সুফিনগর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুজাহিদুর রহমান, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দীন। বক্তারা বলেন, চুনতি শাহ সাহেব কেবলা ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক সিরতুন্নবী (সাঃ) মাহফিল প্রতিষ্ঠা করে সীরাত প্রচারে এক অনন্য ভূমিকা পালন করেছেন, হুজুর কেবলা ১৯৭২ সাল থেকে প্রতি বছর নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং এর মাধ্যমে হাজার হাজার মুসলিম ইসলামের বাস্তব শিক্ষা লাভ করছে। তিনি এই মাহফিলের মাধ্যমে আধ্যাত্মিক শিক্ষা, মেহমানখানা ও রান্নাঘরের অবকাঠামো তৈরি করে মানুষের আল্লাহর দিকে ধাবিত হওয়ার সুযোগ সৃষ্টি করে গেছেন, মাহফিলের ময়দানে আগত হাজার হাজার আশেকান ও মেহমানদের জন্য অন্যান্য অবকাঠামো তৈরি করা হয়, যা তাদের সেবা ও ধর্মীয় কাজে অংশগ্রহণে সহায়তা করে। কোরআন তেলাওয়াত করেন ক্বারী মুহাম্মদ আম্বার উদ্দিন, হাফেজ আবদুল মজিদ। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন রায়হানুল হক শাকিল, মুহাম্মদ ফয়সল বিন মুসা, হাফেজ মাওলানা রুকন উদ্দিন, গিয়াস উদ্দীন রুকন। মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আবু তাহের, ইসমাইল মানিক, এইচ.এম. মাহাবুবুল হক, শাহজাদা তৈয়বুল হক বেদার, অলিউদ্দিন মোহাম্মদ, কাজী আরীফুল ইসলাম, মসজিদে বায়তুল্লাহর খতিব আলহাজ্ব মাওলানা জাফর সাদেক ইকবাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন
পরবর্তী নিবন্ধনতুন জ্ঞানের সন্ধান পেতে প্রয়োজন গবেষণা : ভিসি