আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় নেতা ও কচুয়াই ইউনিয়নের আহ্বায়ক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম বলেছেন, মানবকল্যাণেই নিহিত রয়েছে স্রষ্টার সন্তুষ্টি। মানবকল্যাণ ব্যতীত কোনো উত্তম কাজই পূর্ণতা পায় না। আহলে সুন্নাত ওয়াল জামাআত পটিয়ার কচুয়াই ইউনিয়নের উদ্যোগে গতকাল মঙ্গলবার কচুয়াই কালো জামে মসজিদ সম্মুখ ময়দানে হযরত মাসুম আউলিয়া (রহ.) এর ৬৩তম ওরশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কাজী মোহাম্মদ লোকমান আঙ্গুরের সভাপতিত্বে ক্যাম্পে উদ্বোধক ছিলেন, কালো মসজিদ ইউনিটের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সওদাগর। বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদ আবু ছৈয়দ, বদি আলম সওদাগর, নুরুল ইসলাম বালি সওদাগর, ইঞ্জিনিয়ার খন্দকার মোহাম্মদ নাছির, খোন্দকার খোরশেদ আলম, মোহাম্মদ জাফর আহমদ, মোহাম্মদ মহিদ ফারুকী, ডা. মোহাম্মদ আশফাক, সাইদুল আলম ফারুকী, জয়নাল আবেদীন, মোহাম্মদ আনোয়ার মেম্বার, মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোহাম্মদ তোফায়েল আহমদ ও মোহাম্মদ খোন্দকার সাজ্জাদ হোছেন। চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন, ডা. ওসমান গণি, ডা. মো. আরিফ বিল্লাহ, ডা. জান্নাতুল ফেরদৌস ঝর্ণা ও ডা. বি কে দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন, ডা. নবাব মোহাম্মদ আরাফাত। সকাল ১০ টা থেকে একাধারে বিকেল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।