বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলার ব্যবস্থাপনায় পবিত্র মাহে রবিউল আওয়ালকে স্বাগত জানিয়ে র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত র্যালিটি চন্দ্রঘোনাস্থ কুষ্ঠ হাসপাতাল গেট থেকে শুরু হয়ে দীর্ঘ কয়েক কিলোমিটার কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে পোমরা শান্তিরহাট খাঁ মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছান। প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী। র্যালি বাস্তবায়ন কমিটির সচিব মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ, আইন বিষয়ক সচিব এডভোকেট এম ইকবাল হাছান, অধ্যক্ষ মাওলানা জরিফ আলী আরমান, আনম নজমুল হোসাইন নঈমী, অধ্যক্ষ আজিজুল হক আলকাদেরী প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা করিম উদ্দীন নূরী, আকতার হোসেন, মাহমুদুর রশিদ মাসুদ, মাস্টার আবদুল কাদের, মুহাম্মদ ছানাউল্লাহ, সালাহ উদ্দীন নেজামী, কোরবান আলী নূরী, জামাল উদ্দিন, মীর হাবীবুল্লাহ, মোজাহেদুল ইসলাম, ইদ্রিস নঈমী, মাওলানা গোলাম কিবরিয়া, আজিম উদ্দিন আহমেদ, এইচ এম শহীদুল্লাহ্, আরিফুর রহমান রাশেদ, এম এ শাকুর, শহীদুল ইসলাম খোকন, শাহে এমরান রনি, রবিউল মোস্তফা রাফি, জমির উদ্দীন, আবদুর রশিদ, ওবায়দুল হক প্রমুখ।