ইসরায়েলি হামলায় পশ্চিম তীর ও গাজায় ৪ ফিলিস্তিনি নিহত

| বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

অধিকৃত পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। এর মধ্যে গাজা উপত্যকায় একজন এবং পশ্চিম তীরে তিনজনকে হত্যা করা হয়। পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ২২, ২৩ ও ২৪ বছর বয়সী তিন ফিলিস্তিনি যুবক ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। এছাড়া জেনিনের ওই সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ওই অভিযানে আরও ২০ জন আহত হয়েছেন। নিহতদের নাম এখনও জানা যায়নি। অন্যদিকে গাজায় নিহত ফিলিস্তিনি ব্যক্তিকে ইউসুফ সালেম রাদওয়ান (২৫) নামে শনাক্ত করা হয়েছে। ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, গাজার খান ইউনিসের পূর্বে তাকে গুলি করে হত্যা হয় । খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধইরানি ড্রোন সংশ্লিষ্ট চীন রাশিয়া তুরস্কের ব্যক্তি ও প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধস্যান্ডউইচের দাম ৯৫ লাখ টাকা!