কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ সস্ত্রীক ধরা পড়েছেন ১৬ এপিবিএনের এসআই রেজাউল করিম। গতকাল শুক্রবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কক্সবাজার শহরের কলাতলী চৌরাস্তার মোড় এলাকা থেকে তাকে আটক করে। আটক এসআই রেজাউল করিম ও তার স্ত্রী মনিরা পাশার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।
তিনি জানান, রেজাউল করিম নামক এক ব্যক্তি ইয়াবাসহ ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করলে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদ করলে রেজাউল করিম ১৬ এপিবিএনে কর্মরত বলে জানান।
এদিকে এবিষয়ে ১৬ এপিবিএনের অধিনায়ক মো. হাসান বারী অভিযুক্ত রেজাউল করিম তাদের ব্যাটালিয়নে এসআই পদে কর্মরত বলে স্বীকার করেন। তবে তিনি ঢাকায় প্রশিক্ষণে থাকায় বিস্তারিত কোনো তথ্য তিনি দিতে পারছেন না বলে জানান।