রাঙ্গুনিয়ার সরফভাটা স্কুল ব্যাচ-১৮ এর পুনর্মিলনী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১০ মে, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান কাপ্তাইয়ের জীবতলি লেকশোর রিসোর্টে সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, স্মৃতি চারণ, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন বিদ্যালয়ের সাবেকবর্তমান শিক্ষক, অভিভাবকদের পাশাপাশি ২০১৮ ব্যাচের শতাধিক শিক্ষার্থী। কবুতর উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষকবৃন্দ। আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষক আবদুর রউফ, দুলাল চন্দ্র বিশ্বাস, অঞ্জন বৈদ্য, নিজাম উদ্দীন, আবদুল আওয়াল মজুমদার, এম কপিল উদ্দীন আহমদ, মোহাম্মদ কামরুল হাসান, মোহাম্মদ ইউসুফ, নাছিমা আকতার, রানু আকতার, কানিজ ফাতেমা, শর্মিলা বণিক প্রমুখ। ব্যাচ’১৮ এর পক্ষ থেকে বক্তব্য দেন মো নেজাম উদ্দিন, নয়ন চৌধুরী, মো. সাহেদ, কাজী হাসিফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. শরীফ ও শাহ আলম। কোরআন তেলাওয়াত করেন শহিদুল ইসলাম আদর।

এরপর ব্যাচ’১৮ এর পক্ষ থেকে সরফভাটা স্কুলের শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। দুপুরের খাবারে অংশগ্রহণ শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে খেলাধুলার আয়োজন রাখা হয়। যেখানে বিভিন্ন ইভেন্টে অংশ নেন শিক্ষকদের পাশাপাশি ব্যাচটির শিক্ষার্থীবৃন্দ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। এভাবেই নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী শিক্ষকদের সাথে প্রাক্তন এই ছাত্রছাত্রীরা আনন্দউৎসবে মেতে উঠেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধমেখল ইউনিয়ন ৯নং ওয়ার্ডে উপ-নির্বাচন