সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৪তম খোশরোজ শরিফ সম্পন্ন

| বুধবার , ২৮ ডিসেম্বর, ২০২২ at ৫:১৬ পূর্বাহ্ণ

শাহানশাহ্‌ হযরত শাহ্‌ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) এর ৯৪তম খোশরোজ শরিফ পালিত হয়েছে। গত ২৫ ডিসেম্বর মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মন্‌জিল ওরস উদযাপন কমিটির ব্যবস্থাপনায় খোশরোজ শরিফ উপলক্ষে মাহফিলে সভাপতিত্ব করেন সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (.)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আজ থেকে ১০০ বছর আগের যুগ এবং আজকের যুগের মধ্যে আসমান জমিন পার্থক্য রয়েছে। এই যুগ পরিবর্তনকে যদি গভীরভাবে গবেষকের দৃষ্টিতে আবলোকন করা হয় তাহলে বেলায়তে মোকাইয়্যাদা এবং বেলায়তে মোতলাকার বাস্তবতা সহজেই বোধগম্য হবে। নারীদের অধিকার সম্পর্কে তিনি বলেন, পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী নারীরা সমাজের বিশেষ অংশ, সুতরাং শালীনতা ও সম্ভ্রমের মাধ্যমে তাদের কর্মের অধিকার, অর্থ উপার্জনের অধিকার, যৌক্তিক মতামত প্রকাশ ও নেতৃত্ব প্রদানের হক বিষয়ে ভাবনাচিন্তার জন্য করা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। কারণ নারীদেরকে পরনির্ভরশীল হিসেবে যদি আমরা বিবেচনায় রাখি এবং কুসংস্কার লালন করি, তাহলে একশ আশি কোটির উম্মাহর সদস্যের মধ্যে অর্ধেকেরই অনগ্রসর এবং পরনির্ভরশীল হয়ে থাকার আশংকা রয়েছে, যা অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক রূপান্তরের পথ রুদ্ধ করে দেবে।

মাহফিলে আলোচনা করেনমাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম, মাওলানা মুহাম্মদ মিনহাজ উদ্দিন, প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক, মাওলানা মুহাম্মদ মাওলানা এ বি এম আমিনুর রশিদ, সাজ্জাদানশীন মাওলানা আবুল ফজল মুহাম্মদ ছাইফুল্লাহ্‌ সুলতানপুরী, চবি মিজানুস্‌ সালাম জামে মসজিদের খতিব ড. মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আজহারী। আখেরি মুনাজাতে মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মন্‌জিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (.) মুসলিম উম্মাহ্‌র শান্তি, নিপীড়িত মানবতার মুক্তি ও দেশবাসীর ওপর আল্লাহ্‌র রহমত কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাসাসের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ৩০০ লিটার চোলাই মদ জব্দ, কারবারি গ্রেপ্তার