ধর্ষণ চেষ্টা মামলায় রাঙামাটিতে একজনের ১০ বছরের কারাদণ্ড

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ৩০ নভেম্বর, ২০২২ at ৫:২৯ অপরাহ্ণ

শিশু ধর্ষণ চেষ্টা মামলায় রাঙামাটির কাউখালী উপজেলার মুসলিম পাড়া এলাকার ভাড়াটিয়া গোপাল কৃষ্ণ নাথকে (৬০) ১০ বছরের কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা করেছে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির স্থায়ী ঠিকানা দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়ায় বলে জানা গেছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন আজ বুধবার (৩০ নভেম্বর) দুপুরে এ রায় প্রদান করেন।

আদালতে বিচারক বলেন, “আসামী গোপাল কৃষ্ণ নাথ তার বিকৃত যৌন লালসা চরিতার্থ করার জন্য ৭ বছরের শিশু ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ হতে তা প্রমানিত হয়েছে। বিষয়টি প্রমানিত হওয়ায় আসামীকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৪) খ ধারা মোতাবেক ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত ৫ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো।”

এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি সাইফুল ইসলাম অভি বলেন, “রাঙামাটির জন্য এটি একটি যুগান্তকারী রায় হয়েছে। আদালতের রায়ে আমরা খুবই সন্তুষ্ট। আশা করছি এ রায় দ্রুত কার্যকর হবে।”

উল্লেখ্য, গত ২০১৯ সালের ২১ এপ্রিল আসামী ভিকটিম শিশুটিকে বিকেলে খেলার সময় পানি আনার কথা বলে কৌশলে ডেকে কাউখালী পোয়া বাজার এলাকায় মীর সুপার মার্কেটে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে পাশের লোকজন বের হয়ে শিশুটিকে উদ্ধার করেন। বিষয়টি জানাজানি হলে একই দিন শিশুটির বাবা কাউখালী থানায় মামলা দায়ের করেন।

ঘটনার তদন্ত শেষে পুলিশের প্রতিবেদন, ভিডিও ও স্বাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধশিশু আয়াতের লাশের খণ্ডিত অংশ মিলল স্লুইসগেট এলাকায়
পরবর্তী নিবন্ধকিশোর হত্যায় যুবকের ৫ বছরের কারাদণ্ড