বন্দর থানা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বাণী অর্চনা উপলক্ষে আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ৫ ফেব্রুয়ারি মান্না দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর থানা পূজা পরিষদের সভাপতি অশোক দত্ত, সাধারণ সম্পাদক রতন দাশ, ইমতিয়াজ সুমন, পীযুষ চৌধুরী, বিপুল ভৌমিক, মুকুল চৌধুরী, অংকুর দত্ত, অজিত চক্রবর্তী, সমীর দাশ, নির্মল দাশ, টিটু দাশ, বিশু দাশ, সুব্রত শীল, শাওন শীল, উত্তম শীল, ধনপতি দাশ, গঙ্গা দাশ, লিটন দাশ, পলাশ দেবনাথ, সুভাষ ধর, শুভ দাশ, জর্জ দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











