ওমানে মুজিব শতবর্ষ উদযাপন

| শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে বাংলাদেশ দূতাবাস মাস্কাট ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের যৌথ আয়োজনে ‘বাংলাদেশ অ্যান্ড দ্য ইয়াং জেনারেশন’ শীর্ষক অনুষ্ঠান গত ২৩ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গাল্ফ ওভারসিজ এঙচেঞ্জ প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার উল হাসান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব প্রেরিত ভিডিও বার্তা প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস মাস্কাটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ স্কুল মাস্কাটের চেয়ারম্যানসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দাঁড়ানোর আহ্বান
পরবর্তী নিবন্ধ১ হাজার লিটার চোলাই মদসহ আটক এক