বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্ব মাঠে গড়াচ্ছে আজ। আর এই সুপার লিগের প্রথম দিনেই মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী এবং মোহামেডান। আজ সন্ধ্যায় মুখোমুখি হবে এই দু দল। লিগের প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকার উপরের ছয়টি দল খেলবে সুপার লিগে। আর সুপার লিগের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে । তার মানে ৬টি দলই প্রতিদিন একটি করে ম্যাচ খেলে ফেলবে। সুপার লিগের প্রথম দিনের প্রথম ম্যাচে সকাল ৯টায় মুখোমুখি হবে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা প্রাইম দোলেশ্বর ও গাজী গ্রুপ। দুপুরে মাঠে নামবে সবার ওপরে থাকা প্রাইম ব্যাংক ও ছয় নম্বর হয়ে সুপার লিগে ওঠা শেখ জামাল। চ্যাম্পিয়ন আবাহনীকে টপকে প্রথম পর্বে সবার ওপরে ছিল তামিম ইকবালের দল প্রাইম ব্যাংক। আর মুশফিকুর রহিমের নেতৃত্বে সর্বাধিক জাতীয় ক্রিকেটারে গড়া আবাহনী রয়েছে দুই নম্বরে। প্রাইম দোলেশ্বরের অবস্থান তৃতীয়। ধারণা করা হচ্ছে এই তিন দলের মধ্যেই মূল লড়াই হবে। যেহেতু প্রথম পর্বের পয়েন্ট যোগ হবে, তাই পয়েন্ট সংগ্রহে পিছিয়ে থাকা দলগুলোর শিরোপা দৌড়ে ফেরা বেশ কঠিন। তবে অতি নাটকীয় ঘটনা ঘটলে ভিন্ন কথা।
এদিকে ঢাকার ক্লাব ক্রিকেটের শ্রেষ্ঠত্ব নির্ধারণী এ পর্বের লড়াই জমজমাট হলেও দুটি প্রতিবন্ধকতা নিয়ে শুরু হতে যাচ্ছে সুপার লিগ। প্রথমত প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। যেহেতু আষাঢ় মাস, বর্ষাকাল তাই ধরেই নেয়া যায় বৃষ্টি হবে। প্রথম পর্বেও প্রায় দিনই বৃষ্টি বাগড়া দিয়েছে। অনেক ম্যাচ কার্টেল হয়েছে। ধরেই নেয়া যায় ২০ ওভারের বদলে সুপার লিগেরও কিছু খেলা বৃষ্টির কারণে ছোট হয়ে যাবে।
হয়তো ১২-১৪ বা ১০ ওভারের করে হবে। এছাড়া সুপার লিগের আকর্ষণও খানিকটা কমে গেছে। এ পর্বে নেই দুই সুপারস্টার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। মোহামেডান অধিনায়ক সাকিব প্রথম লিগ শেষ করে চলে গেছেন যুক্তরাষ্ট্র। আর হাঁটুর ব্যথার কারণে সুপার লিগ থেকে সরে দাঁড়িয়েছেন প্রাইম ব্যাংকের শীর্ষ তারকা ও প্রধান নির্ভরতা তামিম ইকবাল।












