দক্ষিণ রাউজানের গশ্চি গোপাল চৌধুরী বাড়ির একটি পুকুর থেকে দুই লাখ টাকার মাছ চুরির অভিযোগ করে রাউজান থানায় গতকাল জিডি করেছে পুকুরের মালিক সমর চৌধুরী। অভিযোগকারী সমর চৌধুরীর দাবি ঘটনায় জড়িতরা রাতে মাছ চুরির সময় পুকুর পাড়ে লাগানো সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে পুকুরে জাল ফেলে সব মাছ চুরি করে নেয়।
তিনি বলেন, লুটের সময় তার পরিবারের সদস্যরা ঘর থেকে যাতে কেউ বাইরে আসতে না পারে সেদিকে খেয়াল রেখে জড়িতরা বাইর থেকে দরজায় লক করে দেয়। গতকাল দুপুরে অভিযোগ পেয়ে রাউজান থানার পুলিশ কর্মকর্তা এসআই ইকবাল এসে ঘটনা তদন্ত করে গেছেন। অভিযোগকারী বলেন, মাছ লুটের ঘটনা পুলিশকে জানানো হলে জড়িতরা থানা থেকে অভিযোগ উঠিয়ে নিতে চাপ দিচ্ছে। তা না করলে হত্যা করার হুমকি দিচ্ছে। এ বিষয়টি তিনি স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেনকে জানিয়েছেন। যাদের বিরুদ্ধে সমর চৌধুরীর অভিযোগ তাদের মধ্যে একজন রাসেল চৌধুরীর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, ওই ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না।











