করোনা সচেতনতায় পাহাড়তলী থানা পুলিশের মাস্ক বিতরণ

| রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৬:৫৮ পূর্বাহ্ণ

‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’-স্লোগানকে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রচারণা চালিয়েছে পাহাড়তলী থানা পুলিশ। গতকাল শনিবার আয়োজিত সচেতনতামূলক কার্যক্রমে সিএমপি পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা ইমাম হাসান, আল আমিন হসপিটাল প্রাঃ লিঃ এর মেডিকেল ডিরেক্টর ডা. মেসবাহ উদ্দিন তুহিন সহ পাহাড়তলী থানা সংশ্লিষ্ট অফিসার এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় উপ- পুলিশ কমিশনার হুমায়ুন কবির এবং পাহাড়তলী থানার ওসি ইমাম হাসান বলেন, করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় সিএমপি সচেতনতা কার্যক্রম চালালেও পাশাপাশি জনগণকেও সচেতন ও সতর্ক থাকতে হবে। সার্বক্ষণিক মাস্ক ব্যবহার, স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলতে হবে। বারে বারে হাত পানি দিয়ে পরিষ্কার করতে হবে। পরবর্তীতে থানার অফিসাররা বিভিন্ন স্পটে জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় কৃষকের ধান কেটে দিল যুবলীগ নেতৃবৃন্দ
পরবর্তী নিবন্ধরাউজানে সিসি ক্যামেরার তার কেটে ২ লাখ টাকার মাছ চুরির অভিযোগ