বিশ্ব ভেটেরিনারি দিবসে সিভাসুতে ওয়েবিনার

| রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৬:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ভেটেরিনারি অনুষদীয় ছাত্র সমিতি ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের যৌথ উদ্যোগে গতকাল শনিবার ‘বিশ্ব ভেটেরিনারি দিবস’ পালিত হয়। এ উপলক্ষে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল, ‘কোভিড-১৯ সংকটে ভেটেরিনারিয়ানদের কার্যক্রিয়া’। ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভাসুর কোভিড ল্যাবের প্রধান এবং ওয়ান হেলথ ইনস্টিটিউট সিভাসুর পরিচালক অধ্যাপক ড. শারমিন চৌধুরী। মূল প্রবন্ধে তিনি কোভিড-১৯ সংক্রমণের সময় ভেটেরিনারিয়ানদের কার্যক্রম ও ভূমিকা তুলে ধরেন। এরপর ওয়েবিনারের মুক্ত আলোচনা অংশে সিভাসুর বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ তাদের মতামত তুলে ধরেন। মুক্ত আলোচনায় বক্তব্য প্রদান করেন ডা. ইফতেখার রানা, ড. আশুতোষ দাস, ড. ওমর ফারুক মিয়াজি, ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, ড. মাহমুদুল হাসান, ড. ভজন চন্দ্র দাস, ড. কবিরুল ইসলাম খান, ড. পরিতোষ কুমার বিশ্বাস।
১৮০ জনের সংযুক্তিতে ২ ঘণ্টার এ আয়োজনের সমাপণী বক্তব্য প্রদান করেন ওয়েবিনারের সভাপতি অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে সিসি ক্যামেরার তার কেটে ২ লাখ টাকার মাছ চুরির অভিযোগ
পরবর্তী নিবন্ধশাহাদাতের মুক্তি দাবি ১০১ চিকিৎসকের