শাহাদাতের মুক্তি দাবি ১০১ চিকিৎসকের

| রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৬:৫৯ পূর্বাহ্ণ

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামের ১০১ জন চিকিৎসক। গতকাল শনিবার এক বিবৃতিতে চিকিৎসকবৃন্দ বলেন, ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি ইতিমধ্যেই তার নানামুখী জনস্বার্থ ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে চট্টগ্রামবাসীর কাছে জনতার মেয়রে পরিণত হয়েছেন। চট্টগ্রামের রাজনীতি ও বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ মুক্তির আন্দোলন থেকে দূরে রাখতেই তাকে সাজানো মামলায় গ্রেফতার করে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আমরা সরকারের এ অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নেতৃবৃন্দ অবিলম্বে ডা. শাহাদাত হোসেনকে মুক্তি দিয়ে করোনাকালে বিগত সময়ের মত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এবং চিকিৎসাসেবা প্রদান করার সুযোগ দেওয়ার দাবি জানান।
বিবৃতিদাতা চিকিৎসকবৃন্দ হলেন- ডা এ এ গোলাম মুর্তাজা হারুন, ডা আবু জাফর, অধ্যাপক ডা. আবদুল আলীম, ডা. আবদুল মান্নান, ডা. আবুল কালাম, অধ্যাপক ডা. সাইফুদ্দিন তারেক, ডা. মর্তুজা রেজা হাসান, ডা. জিয়া উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব ভেটেরিনারি দিবসে সিভাসুতে ওয়েবিনার
পরবর্তী নিবন্ধকোভিডমুক্ত হয়ে কর্মস্থলে ফিরলেন সিভিল সার্জন