উদ্বোধনের পরই বন্ধ বিআরটিসি বাস সার্ভিস

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১১ পূর্বাহ্ণ

হাটহাজারীর সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ যাত্রী সেবার সুবিধার্থে হাটহাজারী থেকে নিউমার্কেট পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিস চালু করেন। গত ১৯ ডিসেম্বর বিআরটিসি ডিপো ম্যানেজার মাসুদ তালুকদার ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি উক্ত বাস সার্ভিস উদ্বোধন করেন। এ সময় তিনি বলেছিলেন- যাত্রী সাধারণের চাহিদার প্রেক্ষিতে এ বাস সার্ভিস চালু করা হচ্ছে। সরকার পরিচালিত এ বাস সার্ভিসের সাথে বেসরকারি মালিকানাধীন বাসও চালু থাকবে। এতে বলা হয়- সকাল ছয়টা থেকে যাত্রীদের চাহিদা অনুযায়ী রাত দশটা পর্যন্ত উক্ত সার্ভিস চালু থাকবে। এতে যাত্রীদের ভোগান্তি লাঘব হবে।
বিআরটিসি বাস চালু করা হলেও উদ্বোধনের পর থেকে উক্ত বাস চলাচল করতে দেখা যায়নি বলে যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে। প্রতিদিন নগরীসহ নানা গন্তব্যে যাতায়াতে লোকাল বাসে নানামুখী ভোগান্তির শিকার হতে হয় বলে জানান এ রুটে চলাচলকারী যাত্রীরা। তাঁরা আরো জানান- উদ্বোধনের পর পর শ্রমিকদের বাধার মুখে বিআরটিসি বাসগুলো বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
হাটহাজারী বাসস্টেশনের একাধিক শ্রমিক জানান, গত ১৯ ডিসেম্বর উদ্বোধনের সময় প্রায় কয়েকশ’ বাস শ্রমিক জড়ো হয়ে সড়ক অবরোধ করে স্থানীয় এমপির উপস্থিতিতে। তাদের দাবি- বাসস্টেশন থেকে বিআরটিসি বাসগুলো কোন যাত্রী নিতে পারবে না। যদি এসড়কে বিআরটিসি বাস চলাচল করে তাহলে যাত্রী কলেজ গেট থেকে নিতে হবে, অন্যথায় সড়ক অবরোধ করে পুরো হাটহাজারী অচল করে দেয়া হবে। তারা বলেন-বিআরটিসি বাসগুলো যদি বাসস্টেশন থেকে যাত্রী নেয় তাহলে সব সময় এখানে যানজট সৃষ্টি হবে। আর আমরা কোন যাত্রী পাব না। কারণ, এখানে অনেক বাসের পাশাপাশি হাজারেরও অধিক সিএনজি অটোরিকশা চলাচল করে।
চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতি ও হাটহাজারী -নিউমার্কেটের রুটের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, বিআরটিসি বাসগুলো হাটহাজারী কলেজ গেট থেকে চলাচল করার কথা ছিল। হঠাৎ করে শুনলাম উক্ত বাসগুলো বাসস্টেশন থেকে চালু করা হবে। এতে বেসরকারি বাসগুলো যাত্রী সংকটে পড়বে।
বিআরটিসি চট্টগ্রামের ডিপু ম্যানেজার মাসুদ তালুকদার বলেন, বাস উদ্বোধনের সময় শ্রমিকদের বাধার মুখে বাসগুলো ফিরিয়ে এনেছি। উদ্বোধনের পূর্ব মুহূর্তে বিআরটিসির বাস চালকদেরও মারধর করে শ্রমিকরা। এখানে সংশ্লিষ্ট থানা পুলিশের কোন সহযোগিতা পাওয়া যায়নি। মূলত হাটহাজারী বাস স্টেশন শ্রমিক, মালিক গ্রুপের বাধার মুখে আমরা বাসগুলো চালু রাখতে ব্যর্থ হয়েছি। সকলের সহযোগিতা পেলে পুনরায় বাসগুলো হাটাজারীতে চলাচলের জন্য দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধ৫ মিনিটে একেকটি ড্রাম-ট্রাক ভর্তি
পরবর্তী নিবন্ধখাল-নালা আবর্জনামুক্ত রাখতে চাই সামাজিক আন্দোলন