মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান

গোসাইলডাঙ্গা নবারুন সংঘের অনুষ্ঠান

| রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৪৬ পূর্বাহ্ণ

গোসাইলডাঙ্গা নবারুন সংঘের উদ্যোগে ও বৈশাখী শিল্পী গোষ্ঠীর সহযোগিতায় গত শুক্রবার সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। নারায়ন চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে ও ডা. এস কে দেব সজলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নব-নির্বাচিত কাউন্সিলর মোর্শেদ আলী। প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফেরদৌসী আকবর। উদ্বোধক ছিলেক প্রবীর সিংহ। বিশেষ অতিথি ছিলেন মিহির দাশ রামু, লেখক ডা. দীলিপ কুমার মিত্র, স্বপন ধর, এস আই শিবু প্রসাদ চন্দ, সুমন দাশ গুপ্ত, অজিত দাশ, শিমুল গুহ, অনুপ বৈদ্য। বক্তব্য দেন, মিশু দেব, রাজু দেব, সুদীপ্ত ধর পুলক। সভায় প্রধান অতিথি এলাকায় মাদক ব্যবসায়ীদের সতর্ক করে দেন এবং এগুলো প্রতিরোধে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। সকালে চিত্রাংকন প্রতিযোগিতা সৌমেন সেন ও নেপচুন ভৌমিকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতাগুলো মিনাক্ষী মল্লিকের পরিচালনায় দিপালী চৌধুরী, দীপা সেন, শিল্পী সেন, কাবেরী চন্দ ও পূজা দেবনাথের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। তৃণা ভৌমিকের পরিচালনায় সাংস্কৃতিক পর্বে অংশ নেন শুভ দেব, পূজন সেন, অনিক দে, পূজন দেবনাথ, পার্থ দে, মুকেশ দাশ, জয়ন্ত গুহ, আয়ূশ গুহ, রাজ দাশ ও অক্‌সরা দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তিহারা মানুষ ধর্মকে স্বার্থের হাতিয়ার বানায়
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে বঙ্গবন্ধু ম্যারাথন