অধ্যাপক ধর্মরক্ষিত মহাথেরোর পেটিকাবদ্ধ সম্পন্ন

| শনিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

লালমাই সরকারি কলেজের পালি বিভাগের অধ্যাপক ধর্মরক্ষিত মহাথেরোর মৃতদেহের পেটিকাবদ্ধ অনুষ্ঠান গত বৃহস্পতিবার সকাল ৮টায় কুমিল্লা স্কুল মাঠে সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন ড. জ্ঞানশ্রী মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন রাউজান বিমলানন্দ বিহারের অধ্যক্ষ স্মৃতিধর শীলানন্দ মহাস্থবির। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ পাঠ করেন জ্যোতিশ্রী ভিক্ষু। উদ্বোধনী ভাষণ দেন জিনানন্দ মহাথেরো।
পেটিকা তৈরির দায়িত্বে ছিলেন পটিয়া কর্তালা বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহাস্থবির ও গ্রামবাসী। পঞ্চশীল প্রার্থনা করেন সাধন মিত্র সিংহ। বক্তব্য দেন ধর্মপাল মহাথেরো, শাসনবংশ মহাস্থবির, ড. জিনবোধি মহাস্থবির, জ্যোতিশ সিংহ খোকন, ধর্মমিত্র মহাস্থবির, জিনালংকার মহাস্থবির, শীলানন্দ মহাস্থবির, পটিয়া কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাস্থবির, ইন্দ্র কুমার সিংহ, ড. প্রিয়দর্শী মহাস্থবির, প্রজ্ঞামিত্র স্থবির, দেবমিত্র মহাস্থবির, জ্ঞানরত্ন মহাস্থবির, ড. সুকোমল বড়ুয়া, বুদ্ধানন্দ মহাস্থবির, সুনন্দ প্রিয় মহাস্থবির, ধর্মকীর্তি মহাস্থবির, মহিলা কাউন্সিলর উম্মে কুলসুম মুনমুন, সাধন মিত্র সিংহ, স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া, ড. জগন্নাথ বড়ুয়া, মৈত্রীপ্রিয় মহাস্থবির, মো. জাকির হোসেন ও শুধাংশু কুমার মজুমদার। শ্রদ্ধা জানান জেবিএস আনন্দবোধি ভিক্ষু। এ সময় দেড় শতাধিক ভিক্ষু উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বাস্থ্য ক্যাম্প
পরবর্তী নিবন্ধবারৈয়াঢালা নারায়ণ আশ্রমে অভিষেক অনুষ্ঠান