প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

বান্দরবান পৌর নির্বাচন

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৭:৩৮ পূর্বাহ্ণ

পৌরসভা নির্বাচনে সরগরম এখন বান্দরবান। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পৌরসভায় নয়টি ওয়ার্ডের রাস্তা-ঘাট এবং হাট-বাজার। জোরে শোরে চলছে মাইকিং। ভোটারের ঘরে ঘরে ছুটে বেড়াচ্ছে প্রার্থীদের আত্মীয় স্বজনসহ কর্মী-সমর্থকরা। গতকাল শনিবার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ইসলাম বেবী প্রচারণা চালিয়েছেন হাজীপাড়া, ব্রীগেড এলাকা, রোয়াংছড়ি ষ্টেশন এলাকাসহ দুই নাম্বার ওয়ার্ডের আশপাশের এলাকাগুলোতে। সাথে ছিলেন আ. লীগের দুই নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবু তাহের (পাঞ্জাবি), সংরক্ষিত ১. ২. ৩ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দিপিকা রানী তঞ্চঙ্গা (আনারস) সহ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. জাবেদ রেজা আনুষ্ঠানিক প্রচারণায় মাঠে নামেননি। রোববার ১ নাম্বার ওয়ার্ডের পশ্চিম বালাঘাটায় প্রচার-প্রচারণা চালাবেন জানিয়েছেন প্রার্থীর ছোটভাই ছাত্রনেতা জাহেদুল হক।
পার্বত্য নাগরিক পরিষদ মনোনীত নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নাছিরুল আলম প্রচারণা চালিয়েছেন উজানীপাড়া, মধ্যমপাড়া, মুসলিম পাড়াসহ ৫নং ওয়ার্ডের আশপাশের এলাকাগুলোতে। প্রার্থীর সাথে ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের নেতাকর্মীরা। জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শাহজাহান প্রচারণা চালিয়েছেন বান্দরবান বাজারসহ আশপাশের এলাকাগুলোতে। এদিকে মেয়র প্রার্থীদের মতই নির্বাচনী এলাকাগুলো চষে বেড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধনুরুল ইসলাম হুলাইনী
পরবর্তী নিবন্ধসূর্যসেনের আত্মদানের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে