৪৪তম বিসিএস প্রিলিমিনারিতে অনুপস্থিত ২১%

| শনিবার , ২৮ মে, ২০২২ at ৭:৩৯ পূর্বাহ্ণ

চুয়াল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় বসেননি আবেদনকারী ২১ শতাংশ চাকরিপ্রার্থী। সরকারি কর্ম কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন ঈশিতা গতকাল এ তথ্য জানান। তিনি বলেন, এবার ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় বসেছে ২ লাখ ৭৬ হাজার ৭৬০ জন। খবর বিডিনিউজের।
সেই হিসাবে ৭৩ হাজার ৯৫৬ জন, অর্থাৎ মোট আবেদনকারীর ২১ শতাংশ পরীক্ষার হলে অনুপস্থিত ছিলেন। দেশের আটটি বিভাগীয় শহরে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুই ঘণ্টা এই পরীক্ষা নেওয়া হয়। এই বিসিএসের মাধ্যমে ২৫টি ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। গত বছরের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় ৩০ ডিসেম্বর, শেষ হয় ২ মার্চ।
৪৪তম বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৪৪৯ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন, সাধারণ কলেজের জন্য সাধারণ শিক্ষায় ৪০১ জন, শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য সাধারণ শিক্ষায় ২০ জন ও কারিগরি শিক্ষায় ৩৫৫ জন নিয়োগ পাবেন।

পূর্ববর্তী নিবন্ধছাত্রলীগ সন্ত্রাসীদের সংগঠন : অলি
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে প্রতীক পেয়ে প্রচারণায় প্রার্থীরা