বাঁশখালীতে প্রতীক পেয়ে প্রচারণায় প্রার্থীরা

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৮ মে, ২০২২ at ৭:৩৯ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার ১৪ ইউনিয়নে আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে ভোট হবে। ঘোষিত তফশিল অনুসারে গতকাল শুক্রবার প্রতীক পেয়ে প্রার্থীরা প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন। দলীয় কর্মী-সমর্থক নিয়ে চষে বেড়াচ্ছেন নিজেদের নির্বাচনী এলাকা।
তবে সরল ও শেখেরখীল ইউনিয়ন ছাড়া প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত একাধিক প্রার্থী রয়েছে। দলের পক্ষ থেকে তাদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হলেও ২/৩ জন ছাড়া বাকী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেনি। মনোনয়ন প্রত্যাহার ও বাতিলের পর সর্বশেষ চেয়ারম্যান পদে ৭৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১৬৩ জন এবং সাধারণ সদস্য পদে ৬০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা প্রতীক পেয়ে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচারণায় নেমে পড়েছে। আওয়ামী লীগ সমর্থিত একাধিক প্রার্থী হওয়ায় কর্মী সমর্থকেরা হতাশ হয়ে পড়লেও দলের সিনিয়র নেতাদের নির্দেশনার অপেক্ষায় রয়েছে। এদিকে পুকুরিয়া ইউনিয়নে ২নং ওয়ার্ডের মো. ইউনুচ, সরল ইউনিয়নে ৮নং ওয়ার্ডে রশিদ আহমদ সাধারণ সদস্য পদে একক প্রার্থী। নির্বাচন প্রসঙ্গে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, সাধারণ জনগণ ও ভোটার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। বর্তমানে পুলিশ প্রশাসন প্রতিদিন প্রতিটি ভোটকেন্দ্র পরিদর্শন ও কিভাবে যাতায়াত নির্বিঘ্নে করা যায় তার জন্য পরিদর্শন অব্যাহত রয়েছে বলে তিনি জানান। বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বলেন, নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সকল কেন্দ্রে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতসহ কিভাবে ইভিএম বসানো যায় তার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন বলে তিনি জানান।
চেয়ারম্যান প্রার্থীদের বরাদ্দ পাওয়া প্রতীক হলো পুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বিএনপি সমর্থিত মো. আসহাব উদ্দিন (আনারস), সাবেক চেয়ারম্যান মো. আক্তার হোছাইন (মোটর সাইকেল), আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বোরহান উদ্দিন মাহমদ নওয়াজ (নৌকা)। সাধনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. মহিউদ্দিন চৌধুরী খোকা (নৌকা), সাবেক চেয়ারম্যান মো. আহসান উল্লাহ চৌধুরী (মোটর সাইকেল), খোন্দকার মোহাম্মদ সালাহ উদ্দিন কামাল (অটোরিঙা), বিএনপি সমর্থিত চৌধুরী মিয়া মোহাম্মদ আশেক এলাহী (আনারস), আরিফ উল্লাহ চৌধুরী (টেবিল ফ্যান)। খানখানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. জসিম উদ্দিন হায়দার (নৌকা), ইছরাত জাহান পিনন (দুটি পাতা), বিএনপি সমর্থিত মো. জাহেদুল হক (অটোরিঙা), বিএনপি সমর্থিত মো. নজরুল ইসলাম চৌধুরী (আনারস), জিয়াউল হক চৌধুরী (মোটর সাইকেল), মো. আকবর হোছাইন (চশমা), ওয়াজেদ মোহাম্মদ (ঘোড়া)। বাহারছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাজুল ইসলাম (নৌকা), বিএনপি সমর্থিত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান (আনারস), আওয়ামী লীগ সমর্থিত এম. বখতেয়ার উদ্দিন চৌধুরী (চশমা), রেজাউল করিম চৌধুরী (অটোরিঙা), মো. মুজিবুর রহমান চৌধুরী (মোটর সাইকেল)। কালীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. আ ন ম শাহাদত আলম (নৌকা), বিএনপি সমর্থিত সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী (মোটর সাইকেল), মো. নোমান (আনারস), মো. খালেকুজ্জামান (ঘোড়া), মোহাম্মদ রহিম উদ্দিন (অটোরিঙা)। কাথরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বিএনপি সমর্থিত শাহাজাহান চৌধুরী (ঘোড়া), সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন চৌধুরী (অটোরিঙা), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইবনে আমিন (নৌকা), সেলিনা আকতার শেলী (আনারস), আরিফুল ইসলাম চৌধুরী (মোটর সাইকেল)। বৈলছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. কফিল উদ্দিন (নৌকা), বিএনপি সমর্থিত সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল (অটোরিঙা), মুহাম্মদ মনছুর আলী (মোটর সাইকেল), আবদুল ওয়াহাব (আনারস), মুহাম্মদ ইউসুফ (চশমা)। সরল ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রশিদ আহমদ চৌধুরী (নৌকা), বিএনপি সমর্থিত মো. লিয়াকত আলী তালুকদার (মোটর সাইকেল), বিএনপি সমর্থিত জাফর আহমদ (অটোরিঙা), মো. সালাউদ্দিন কাদের (আনারস), মিজানুর রহমান চৌধুরী (চশমা)। শীলকুপ ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বিএনপি সমর্থিত মোহাম্মদ মহসিন (অটোরিঙা), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. কায়েশ সরোয়ার সুমন (নৌকা), জামায়াত সমর্থিত মাওলানা জাফর আহমদ (চশমা), মিজানুর রহমান সিকদার (মোটর সাইকেল), মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (আনারস)। গণ্ডামারা ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বিএনপি সমর্থিত মো. লেয়াকত আলী (আনারস), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শিহাব উল হক সিকদার (নৌকা), মোহাম্মদ দিদার হোছাইন (চশমা), সেলিম উল্লাহ (অটোরিঙা), জেসমিন আক্তার (টেলিফোন), মো. আজিজুল হক (মোটর সাইকেল)। চাম্বল ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুজিবুল হক চৌধুরী (নৌকা), সাহেদা বেগম নুরী (চশমা), ফজলুল কাদের (আনারস), মো. এরশাদুর রহমান (মোটর সাইকেল)। শেখেরখীল ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ ইয়াছিন (নৌকা), জামায়াত সমর্থিত মোরশেদুল ইসলাম ফারুকী (চশমা), ফজলুল কাদের চৌধুরী (অটোরিঙা), বিএনপি সমর্থিত শেখ মো. ফজলুল কবির চৌধুরী (মোটর সাইকেল), আতাউর রহমান (ঘোড়া), আজিজুর রহমান (আনারস)। পুঁইছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে রেজাউল আজিম চৌধুরী (টেবিল ফ্যান), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকের হোসেন চৌধুরী (নৌকা), মো. তারেকুর রহমান (অটোরিঙা), তফাজ্জল হোসেন চৌধুরী (মোটর সাইকেল), মুহাম্মদ মুবিনুল হক (চশমা), নুর মোহাম্মদ ফরহাদুল আলম চৌধুরী (আনারস), শাকের উল্লাহ (ডাব), কবির আহমদ (ঘোড়া), জামায়াত সমর্থিত মোহাম্মদ সোলাইমান (ঢোল)। ছনুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে এম. হারুনুর রশিদ (মোটর সাইকেল), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান(নৌকা), বিএনপি সমর্থিত ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী (চশমা), মো. আলমগীর কবির (ঘোড়া),মো. আমিরুল হক (আনারস), সাজ্জাদুল হক (ডাব), আনিছ উল হক চৌধুরী (অটোরিঙা)।

পূর্ববর্তী নিবন্ধ৪৪তম বিসিএস প্রিলিমিনারিতে অনুপস্থিত ২১%
পরবর্তী নিবন্ধস্বাস্থ্য কেন্দ্রে প্রসবই পারে মাতৃ ও শিশু মৃত্যু কমাতে