৪৪তম বিসিএসের প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১৫৭০৮

| বৃহস্পতিবার , ২৩ জুন, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

সরকারি চাকরিতে নিয়োগে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৭০৮ জন। গতকাল বুধবার বিকালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। খবর বিডিনিউজের।

প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। লিখিত পরীক্ষা আগামী অক্টোবর মাসে হতে পারে বলে জানিয়েছে পিএসসি। পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পিএসসির ওয়েবসাইটে www.bpsc.gov.bd পাওয়া যাবে। এছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানতে টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে ৪৪ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সড়কের পাশে নবজাতকের মরদেহ
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের জন্য ৩৮১ কোটি টাকা অনুদান দেবে এডিবি