২০২৫ সালের মধ্যে গ্রিন কোম্পানি হবে খুলশী মার্ট

১৬তম বর্ষপূর্তিতে রোড টু সাসটেইনিবিলিটি ক্যাম্পেইন শুরু

| রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:২৮ পূর্বাহ্ণ

‘বেটার নেইবারহুড মেক এ বেটার ওয়ার্ল্ড’ শিরোনামে ১৬তম বর্ষপূর্তি উদযাপন করছে বন্দরনগরী চট্টগ্রামের প্রথম এবং বৃহৎ সুপার স্টোর খুলশী মার্ট। এ উপলক্ষে রোড টু সাসটেইনিবিলিটি ক্যাম্পেইন শুরু করেছে প্রতিষ্ঠানটি। একই সাথে খুলশী মার্টের ১০ দিনব্যাপী বিক্রয় উৎসব ঘোষণা করা হয়েছে। উৎসবে ক্রেতাদের জন্য ফ্রি শপিংসহ রয়েছে আকর্ষণীয় অফার। গত বৃহস্পতিবার খুলশী মার্ট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইন ও ১০ দিনব্যাপী বিক্রয় উৎসবের উদ্বোধন করা হয়। কেক ও ফিতা কেটে যৌথভাবে বিক্রয় উৎসবের উদ্বোধন করেন মার্ট প্রমোটরস ও খুলশী মার্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী এবং ব্যবস্থাপনা পরিচালক ও তাভা রেস্টুরেন্টের কর্ণধার গুলশানা আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মার্ট প্রমোটরস-এর সিইও ও নির্বাহী পরিচালক সরফরাজ আলী, বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার শাখের হোসাইন। এছাড়াও নগরীর বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ১০ দিনব্যাপী বিক্রয় উৎসবে খুলশী মার্ট থেকে শপিং করলেই প্রতিদিন ১০ জন ক্রেতা ফ্রি শপিংয়ের সুযোগ পাবেন। এছাড়া ২ হাজার টাকা পণ্য ক্রয়ে ৫ শতাংশ ক্যাশব্যাক এবং শতাধিক পণ্যের উপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
খুলশী মার্টের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বলেন, আমরা ব্যবসা করে শুধুমাত্র মুনাফা অর্জনকে প্রাধান্য দেই না। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়তে চাই। সেই লক্ষ্যে খুলশী মার্টকে একটি গ্রীণ কোম্পানি হিসেবেই প্রতিষ্ঠা করতে কাজ করছি। কার্বন নিঃসরনের মাধ্যমে আমরা পরিবেশের যতটুকু ক্ষতি করছি তার ক্ষতিপূরন হিসেবে প্রত্যেক প্রতিষ্ঠানকেই সবুজায়নে এগিয়ে আসতে হবে। মার্ট প্রমোটরস-এর সিইও ও নির্বাহী পরিচালক সরফরাজ আলী বলেন, আমাদের ভোক্তা, ক্রেতারাই আমাদের প্রাণ, আমাদের প্রতিবেশি, আমাদের পরিবারের সদস্য। তাদেরকে সাথে নিয়েই সবুজ পৃথিবী, সবুজ নগরী গড়তে চাই। আগামী ২০২৫ সালের মধ্যেই খুলশী মার্ট একটি গ্রীণ কোম্পানি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। এই লক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকীতে রোড টু সাসটেইনিবিলিটি ক্যাম্পেইন শুরু করেছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদায় পোনা মাছ অবমুক্তকরণ করলেন ব্যারিস্টার আনিস
পরবর্তী নিবন্ধঝর্ণাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসা ক্যাম্প