১৭ জঙ্গিসহ গ্রেপ্তার ২০

বান্দরবানে পাহাড়ে অভিযান, আট র‌্যাব সদস্য আহত অস্ত্রশস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:১৪ পূর্বাহ্ণ

বান্দরবানে পাহাড়ে র‌্যাবের অভিযানে নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার ১৭ জন এবং পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিন সদস্যকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় দিনভর র‌্যাবের সাথে জঙ্গিবিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলি হয়। এতে ৮ জন র‌্যাব সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ভারী ১১টি দেশীবিদেশী অস্ত্র, গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই, কন্টেন্ট, লিফলেট, সন্ত্রাসীদের ব্যবহৃত জিনিসপত্র, অস্ত্র তৈরির জন্য জমা করা ৭ লাখ নগদ টাকা উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় জঙ্গিবিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে

বান্দরবান থানায় একটি নতুন মামলা করা হয়েছে।

গতকাল বুধবার দুপুর বারোটায় বান্দরবান সদরে পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন। এসময় অন্যদের মধ্যে র‌্যাব৭ কমান্ডার মাহবুব, র‌্যাব কর্মকর্তা মশিউর সহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্য কুমিল্লা সদরের মো. আস সামী রহমান সাদ (১৯), বরগুনা বেতাগী এলাকার মো. সোহেল মোল্লা সাইফুল্লাহ (২২), পটুয়াখালী সদরের মো. আল আমিন ফকির মোস্তাক (১৯), কুমিল্লা নাঙ্গলকোট এলাকার মো: জহিরুল ইসলাম ওরফে ওমর ফারুক (২৭), পটুয়াখালী সদরের মো: মিরাজ হোসেন ওরফে দোলন (২৬), মুন্সিগঞ্চ টঙ্গীবাড়ির রিয়াজ শেখ জায়েদ (২৪), পটুয়াখালী মহিপুরের মো. ওবাইদুল্লাহ (২০), পটুয়াখালী মির্জাগঞ্জের জুয়েল মাহমুদ (২৭), টাইঙ্গাইল ধানবাড়ীর মো. ইলিয়াছ রহমান (৩২), ঝালকাঠি সদরের মো. হাবিবুর রহমান (২৩), কুমিল্লা সদরের মো. সাখাওয়াত হোসেইন মাবরুর (২১), বরিশাল কোতয়ালীর মো. আব্দুস সালাম রাকি (২৮), কুমিল্লা লাকসামের যোবায়ের আহমদ আইমান (২৯), পটুয়াখালীর মো. শামীম হোসেন (২৬), হবিগঞ্জ জেলার তাওয়াবুর রহমান সোহান (২০), বরিশালের মাহমুদ ডাকুয়া (২০), মাগুরার মোহাম্মদ আবু হুরাইরা (২২) এবং রাঙামাটির বিলাইছড়ির মালসম পাংকুয়া (৫২), লাল মোল সিয়াম বম (২৮) ও ফ্লাগ ক্রস (৩০)

বিডিনিউজের খবরে বলা হয়, মঙ্গলবার অভিযান চলাকালীন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন থানচিরলিক্রি সীমান্ত সড়কে তমাতুঙ্গী পর্যটন স্পট এলাকায় সাংবাদিকদের বলেন, ‘জঙ্গিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের মধ্যেই আমরা জানতে পারি, জঙ্গিরা এখানে জড়ো হচ্ছে। ২৮ জানুয়ারি তারা আমাদের একটি টহল দলের ওপর অ্যামবুশ করে। আমরা জানতে পারি, তারা রেমাক্রি ব্রিজ ক্রস করবে।

এ তথ্যের ভিত্তিতেই আমাদের দল সেখানে অবস্থান নেয়। মঙ্গলবার সকালে যখন তারা পার হচ্ছিল র‌্যাবের ছয়টি টহল দলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। উভয় পক্ষের গুলি বিনিময় চলেছে থেমে থেমে।’

র‌্যাব জানায়, নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া এবং পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গোলাগুলিতে র‌্যাব তিন শতাধিক এবং জঙ্গিবিচ্ছিন্নতাবাদীরা দুইশ রাউন্ডের মত গুলি বিনিময় করে।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন জানান, তথাকথিত হিজরতের নামে উদ্বুদ্ধ হয়ে ঘর ছাড়া নিখোঁজ ৫৫ জন তরুণের মধ্যে ২৭ জনকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে র‌্যাব।

নিখোঁজ আরও ২৮ জনের সন্ধ্যানে র‌্যাবের অভিযান চলমান রয়েছে। যারা নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্য হয়ে অর্থের বিনিময়ে পাহাড়ে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সশস্ত্র বাহিনীর সহযোগিতায় পার্বত্যাঞ্চলের গহীন অরণ্যে জঙ্গি সামরিক প্রশিক্ষণে অংশ নিচ্ছে।

গত বছরের ৩ অক্টোবর পার্বত্য চট্টগ্রামে শুরু হওয়া র‌্যাবের জঙ্গি বিরোধী অভিযানে এ পর্যন্ত ৫৫ জন জঙ্গি এবং ১৭ জন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে পার্বত্যাঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রথম দফায় ৫ জন, দ্বিতীয় দফায় ১০ জন, তৃতীয় দফায় ২জন মিলে তিন দফায় ১৭ জন নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্যকে।

পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সংগঠনটির দুই শতাধিক সদস্য সংখ্যা রয়েছে। তার মধ্যে ইতিমধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে ২৯ জানুয়ারি একজনের মৃত্যু হয়েছিল। রাষ্ট্রবিরোধী কর্মকান্ড পরিচালনাকারী সকলেই দেশের জন্য হুমকি। গ্রেপ্তার হওয়া নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রধান রনবির বর্তমানে কারাগারে রয়েছে। তবে কেএনএফ প্রধান নাথান বম কোথায় আছে সেটি র‌্যাব নিশ্চিত নয়। র‌্যাবের অভিযান চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাম্বুলেন্সে করে কেন্দ্রে এসে পরীক্ষা দেয়া মাকসুরাতুল পাস করেছে
পরবর্তী নিবন্ধপাইপলাইনের জন্য মার্চ থেকে কাটা হবে নগরীর রাস্তা