১৬ কলেজে শতভাগ পাস, শূন্য পাসের প্রতিষ্ঠান নেই

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে মোট ২৬৭টি কলেজ থেকে শিক্ষার্থীরা এবারের (২০২২ সালের) এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মাঝে ১৬টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গতবারও সমান সংখ্যক (১৬টি) কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। অংশ নেয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও ছিল সমান (২৬৭টি)। অবশ্য, হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করায় শতভাগ পাসের প্রতিষ্ঠানের তালিকায় বেশ কয়টি প্রতিষ্ঠান এবার ঠাঁই করে নিয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

এদিকে, গতবার ২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি। তবে এবার এধরনের শূন্য পাসের প্রতিষ্ঠান একটিও নেই। যদিও ১০ শতাংশের ঊর্ধ্বে এবং ৫০ শতাংশের কম শিক্ষার্থী পাস করেছে এমন কলেজের সংখ্যা ২৯টি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি
পরবর্তী নিবন্ধউল্লেখযোগ্য ১০ কলেজের ফল