১৫ মামলায় সাজাপ্রাপ্ত দম্পতি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

১৫টি মামলায় সাজাপ্রাপ্ত এক দম্পতিকে গ্রেপ্তার করেছে আকবর শাহ থানা পুলিশ। ধৃতরা হচ্ছেন মো. মুহিব খান (৬০) ও তার স্ত্রী দিলশাদ বেগম (৪০)। গত সোমবার দিবাগত রাত দেড়টায় সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মুহিব নগরের ফিরোজ শাহ এলাকার পোর্ট সিটি বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির হোসেন জানান, ধৃতরা ডেভলাপার ব্যবসা করে। তারা ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে প্লট/ফ্ল্যাট নির্মাণের জন্য বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড থেকে এক কোটি ২০ লাখ টাকা ঋণ গ্রহণ করে। পরবর্তীতে বিভিন্ন কিস্তিতে উক্ত ঋণের টাকা পরিশোধ না করায় চেকের বিপরীতে ব্যাংক কর্তৃপক্ষ মামলা দায়ের করে। এতে বিভিন্ন মেয়াদে তাদের সাজা হয়।
এ পুলিশ কর্মকর্তা বলেন, মুহিব খান ও দিলশাদের পৃথক দুইটি সাজা পরোয়ানায় এক বছর ১০ মাস করে সাজা রয়েছে। বাকি গ্রেপ্তারি পরোয়ানায় সাজার পরিমাণ উল্লেখ নাই।

পূর্ববর্তী নিবন্ধলেবু বাগানের সাত মালিক ও সাত শ্রমিক ‘অপহৃত’
পরবর্তী নিবন্ধনিউ ইয়র্কে মামলায় হারল বাংলাদেশ ব্যাংক