১০ হাজার টাকায় নৌ পথে মালয়েশিয়া যাত্রা

উখিয়ায় নারী-শিশুসহ ৫৮ রোহিঙ্গা ও দুই দালাল আটক

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৭:০৩ পূর্বাহ্ণ

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় গভীর সমুদ্র থেকে ৩৫ জন নারী-শিশুসহ ৫৮ জন রোহিঙ্গা ও মানব পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫। গতকাল শুক্রবার ভোররাতে উখিয়া উপজেলার জালিয়া পালং ঝাউবন এলাকার বঙ্গোপসাগরের উপকূল থেকে তাদের আটক করা হয়। আটককৃত মানব পাচারকারীরা হলেন কুমিল্লার সোহেল ও কঙবাজার পৌর সভার ৬ নং ওয়ার্ডের মুছা কলিমুল্লাহ। গতকাল বিকেল ৪ টার সময় সংবাদ সম্মেলনে এসব বিষয় নিশ্চিত করেছেন কঙবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লেপটেন্যান্ট কর্ণেল খাইরুল ইসলাম সরকার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে দুজন সক্রিয় দালাল চক্রের সদস্য। অন্যরা সবাই ক্যাম্পে আশ্রয় নেয়া মিয়ানমার নাগরিক। এ সময় তাদের ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়। তিনি আরো বলেন, মূলত দালাল চক্রের ফাঁদে পড়ে জনপ্রতি ১০ হাজার টাকা দিয়ে এরা ছোট নৌকা করে মালয়েশিয়াগামী বড় ট্রলারে যাচ্ছিলেন। এরপর সময় সুযোগ করে সমদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল আটক রোহিঙ্গাদের। খবর পেয়ে তাদের আটক করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধপাঁচ দিন পর চালু রেলের কম্পিউটার টিকেটিং সিস্টেম