হোয়ারাপাড়া সুদর্শন বিহারে কঠিন চীবর দানোৎসব

রাউজান প্রতিনিধি | শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

রাউজানের পূর্বগুজরা বৃহত্তর হোয়ারাপাড়া সুদর্শন মহা বিহার ও অগ্রসার মহাকমপ্লেক্সের আয়োজনে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কমপ্লেক্স প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসবের কর্মসূচিতে ছিল বুদ্ধপূজা, ধর্মসভা, পঞ্চশীল প্রার্থনা ও ফানুস উড্ডয়ন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রতনশ্রী মহাথের। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক বনশ্রী মাহথের। উদ্বোধক ছিলেন জ্ঞাননন্দ মহাথের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থাইল্যান্ডের ডা. পর্ণচর পাইওয়াথান্নো পিনুয়াপঞ্জে। বক্তব্য দেন, বোধিমিত্র মহাথের, ড. সুব্রত বরণ বড়ুয়া, দেবানন্দ মহাথের, সুবন বংশ মহাথের, অনিরুদ্ধ থের, অগ্রসার অনাথালয়ের পরিচালক সৌমিতানন্দ থেরো, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমদ, লায়ন সাহাবুদ্দিন আরিফ, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, ডা. স্বপন চন্দ্র বড়ুয়া, স্বপন কান্তি বড়ুয়া, তাপস কুমার বড়ুয়া, প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকদমতলীতে ৩ বস্তা গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঅটোরিকশা শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান প্রদান