হেমন্ত

শৈবাল বড়ুয়া | রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ৫:৪৬ পূর্বাহ্ণ

আজ প্রত্যুষে ফুটলো যখন আলো…
পূবের সূর্য লালিমা ছড়ায় ভালো!

হিমেল পরশ বুলিয়ে দিল আমায়,
ঘুম -ঘুম এই চক্ষু দুটি থামায়…

আড়মোড়া ভেঙে শয্যা হতে নেমে,
নয়ন জুড়ে স্বপ্ন গেছে থেমে!

বাগিচায় ওই ঝরছে শিশির বিন্দু…
কচু পাতায় ভরবে কী আজ সিন্ধু?

নদী তীরে…থির-থির হাওয়া বয় ;
চাতক-চাতকী মনের কথাটি কয় !

মাঠভরা ধান হলুদিয়া রঙে রাঙায় ;
কিষাণ-কিষাণী ব্যস্ততা ধান ভাঙায়!

কুয়াশা চাদরে ঢেকে গেছেমাঠ-ঘাট…
শিশিরে শিশিরে সিক্ত হয়েছে নাট!

বইছেতো আজ হিমেল হেমন্তহাওয়া..
নদীর ধারায় মাঝির তরণী বাওয়া।

পূর্ববর্তী নিবন্ধসাধারণ মানুষের দুর্ভোগের দায় কার
পরবর্তী নিবন্ধভ্রমণ বিলাসিতা নয় বরং জরুরি