হেফাজত-ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৩

হাটহাজারীতে তাণ্ডবের মামলা

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৩ মে, ২০২১ at ৫:৩০ পূর্বাহ্ণ

হাটহাজারীতে তাণ্ডবের মামলায় হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির নেতা এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতাসহ ৩ জনকে গত শনিবার গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা হলেন হেফাজতের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আকরাম উদ্দিন পাবেল ও হেফাজত কর্মী মো. সালাউদ্দিন। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনজনকে উপজেলার বিভিন্নস্থান থেকে গ্রেফতার করা হয়ছে।
সূত্র জানায়, গত ২৬ মার্চ ঢাকার বায়তুল মোকারমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভের জের ধরে হাটহাজারীতে সহিংস ঘটনা ঘটে। এ সহিংসতা পর পর তিন দিন চলতে থাকে। এ সময় বিক্ষোভকারীরা হাটহাজারী থানা, জেলা পরিষদের ডাকবাংলো, সদর তহশীল অফিস, সহকারী কমিশনার (ভূমি) অফিস ভাংচুর ও অগ্নি সংযোগ করে। এছাড়া সহকারী কমিশনারের গাড়িতে আগুন দেয়া হয়। এরপর হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে পাকা দেয়াল তুলে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়। বিক্ষোভকারীরা ডাকবাংলোয় অবস্থানকারী শিক্ষানবীশ এএসপি, এসআই, ডিএসবি’র কনেস্টেবল ও ডাকবাংলোর কেয়ার-টেকারকে মারধর করা হয়। এ ঘটনায় থানার দুই এসআই এবং ডিএসবি’র কনস্টেবল বাদী হয়ে ১৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩ হাজার জনকে বিবাদী করে মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধচমেকে সংঘর্ষের ঘটনায় একপক্ষের মামলায় দুই আসামি গ্রেফতার