হৃদ অঙ্গনে প্রীতি

সুজন সাজু | বুধবার , ২৪ মে, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

ভোর হয়েছে দোর’টা খোলো কেউ করোনা ভুল,

আজকে আমার আসবে জানি প্রিয় কবি নজরুল।

আসবে পাখি ওঠবে ডাকি

হিজল ডালের নতুন শাখই

কাঠবিড়ালির ছোটাছুটি খায় পেয়ারা নাচে,

কুসুম বাগে কুটুম দেখে বলছে এসো কাছে।

বুলবুলিটা পুচ্ছ নাচায়

ঝিঙে লতার পাতার মাচায়

উড়ছে খুশির ফিঙে কালো

প্রজাপতির পরশ ভালো

আমোদে রঙ উচ্ছ্বাসে ঢঙ কাণ্ড হুলস্থুলে,

ভাবনা জগৎ আকুল প্রাণে টানছে নজরুলে।

সাত সকালে খুকুমনি

ডাকছে ওরে দুখু মনি

দাও দিয়ে যাও একটুখানি ছন্দ সুরের গীতি,

যাও দেখে যাও হৃদ অঙ্গনে রাখছি কতো প্রীতি।

পূর্ববর্তী নিবন্ধশ্রেষ্ঠ নজরুল
পরবর্তী নিবন্ধদুখুর জন্মদিনে