শ্রেষ্ঠ নজরুল

দিপংকর দাশ | বুধবার , ২৪ মে, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

একটি ছড়া দাগ কেটে যায়

নিত্য আমার মনে

কোন সে ছড়া মিষ্টি কড়া?

স্নেহ ভালোবাসায় ভরা

শৈশব কী আর যায় মানা যায়

সেই ছড়া বিহনে?

থাকব নাকো বদ্ধ ঘরে

দেখবো এবার জগৎটাকে’

এই চরণই ভরসা জাগায়

পিছন থেকে সামনে আগায়

দেখতে জগৎ ছড়ায় চড়ে

ঘুরি আমি ঘূর্ণিপাকে।

কোন সে কবি বাড়ায় সাহস?

ভয় করে না কাউকে একচুল

বাজায় সদা দ্রোহের বাঁশি

বুকে সাহস মুখে হাসি

ঝাঁকড়া চুলের বিদ্রোহী বীর

আমাদেরই শ্রেষ্ঠ নজরুল।

পূর্ববর্তী নিবন্ধগল্পের যতো গল্প
পরবর্তী নিবন্ধহৃদ অঙ্গনে প্রীতি