হিরোদের সময় ফুরায়, অভিনেতাদের ফুরায় না

| সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ১১:৪২ পূর্বাহ্ণ

নওয়াজউদ্দিন সিদ্দিকীর খ্যাতি বলিউড ছাড়িয়ে এখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। ‘ব্ল্যাক’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘মান্টো’, ‘দ্য লাঞ্চ বঙ’-এর মতো একাধিক দর্শকপ্রিয় ছবি তার ঝুলিতে। সমপ্রতি এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছে ‘হিরো আর অভিনেতার’ মধ্যে পার্থক্য প্রসঙ্গে। অভিনেতা জানিয়েছেন নিজের দৃষ্টিভঙ্গি।
গতকাল তাক-এ দেয়া সাক্ষাৎকারে নওয়াজ বলেন, এটা যে কেউই বলতে পারবে। হিরোদের সময় ফুরায়, অভিনেতাদের ফুরায় না। অভিনেতা সারা জীবনই অভিনয় করতে পারে। আলাদা আলাদা চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলে। নওয়াজ আরও বলেন, আর হিরোদের ক্ষেত্রে যতদিন তাদের পেশি ঠিক থাকে, ততদিন ঠিক আছে। পাম্পের হাওয়া ফুরোলেই গায়েব হয়ে যায়। নওয়াজকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্সের সিরিয়াস মেন-এ। মুক্তির অপেক্ষায় আছে বোলে চুড়িয়া, জোগিরা সারা রা রা, হিরোপান্তি টু, টিকু ওয়েডস শেরুসহ আরও অনেকগুলো ছবি।

পূর্ববর্তী নিবন্ধ‘টান’ দিয়ে বছর শুরু
পরবর্তী নিবন্ধআঁচলের প্রেমের প্রাসাদ?