হাটহাজারী সংসদীয় আসনে বিজয়ী ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ১১:১২ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (বায়েজিদ আংশিক) হাটহাজারী আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

এ আসনে মোট প্রার্থী ছিলো ৮ জন। এদের মধ্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (লাঙ্গল প্রতীক) মোট ভোট পেয়েছেন ৫০ হাজার ৯ শ ৭৭ টি ভোট। স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী (কেটলি প্রতীক) পেয়েছেন ৩৬ হাজার ২শ ৫১ ভোট।

প্রগতি শীল গণতান্ত্রিক ফোরামের মোঃ নাজিম উদ্দীন প্রকাশ ভিপি নাজিম (সোনালী আঁশ প্রতীক) পেলেন ১ হাজার ৪ শ ১ ভোট। ইসলামি ফ্রন্ট এডভোকেট মোক্তার আহাম্মদ সিদ্দিকী (মোমবাতি প্রতীক) ৬ হাজার ৮শ ৩১ ভোট। ইসলামীক ফ্রন্ট (চেয়ার প্রতীক) ৬ শ ৯১ ভোট।

সুপ্রীম পার্টি (একতারা প্রতীক) কাজী মহসিন চৌধুরী ৮ শ ৭২ ভোট। স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) নাসিম হায়দার করিম বাবুল ৪শ ৮০ ভোট। বিএনএফের (টেলিভিশন প্রতীকের) প্রার্থী আবু মোহাম্মদ শামসুদ্দিন মোট ভোট ৬৫ ভোট।

এই আসনে ১শ ৪৬ টি কেন্দ্রে মোট ভোটার ছিলো ৪ লাখ ৭৫ হাজার ৭ শ ১৩ জন। এখানে বাতিল হয় মোট ১ হাজার ৩ শ ৯০ টি ভোট। কাস্টিং ভোটের হার ছিলো ২৩’৭৯ টি।

এই আসনে নাঙ্গল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ কে বেসরকারি ভাবে রাত সাড়ে নয়টার দিকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবিএম মশিউজ্জামান নির্বাচিত ঘোষণা করেন। তিনি তাঁর নিকটতম কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী কাছ থেকে ১৪ হাজার ৭শ ২৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া-লোহাগাড়াবাসী আমাকে বিজয়ী করে সম্মানিত করেছে : মোতালেব
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা