হাটহাজারীতে গাছ উপড়ে ১২ পারিবার ক্ষতিগ্রস্ত

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৯ জুন, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

হাটহাজারীতে তীব্র ঝড়ে উড়ে গেছে দুই পরিবারের বসতঘরের চালা। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মাদ্রাসা। এছাড়া গাছ উপড়ে ও ডাল ভেঙ্গে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আরো প্রায় দশ পরিবার। গতকাল শনিবার ঝড়ের কবলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে আটটার সময় হাটহাজারী পৌরসভার ২ নং ওয়ার্ডের সন্দ্বীপ পাড়ায় হঠাৎ ঝড় সৃষ্টি হয়। এ সময় উড়ে যায় দুই পরিবারের ঘরের টিনের চালা। এছাড়া আলিপুর এলাকার একটি মাদ্রাসারও টিনের কিছু অংশ উড়ে যায়।

সংবাদ পেয়ে হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এছাড়া এসিল্যান্ড ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধভেসে গেছে সড়ক পানিবন্দি কয়েকটি ইউনিয়ন
পরবর্তী নিবন্ধ১২ জনের বিরুদ্ধে মামলা, আটক হয়নি কেউ