ভেসে গেছে সড়ক পানিবন্দি কয়েকটি ইউনিয়ন

রাউজানে পাহাড়ি পানির স্রোত

রাউজান প্রতিনিধি | রবিবার , ১৯ জুন, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

পার্বত্য অঞ্চল থেকে নেমে আসা পাহাড়ি পানির স্রোতে রাউজান উপজেলার কয়েকটি নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বেশ কয়েকটি সড়ক বিচ্ছিন্ন ও কয়েকটিতে ফাটল দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ। ফলে এসব জায়গায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, পানির চাপে বেরুলিয়া এলাকায় ডাবুয়া খালের পাড় ভেঙ্গে মানুষের বাড়ি ও দোকান ঘরে হাঁটু পরিমাণ পানি ঢুকেছে। পৌর সদরের থানা রোডে হাঁটু পানিতে মানুষ চলাচল করছে। রাউজান সদর ইউনিয়নের কেউটিয়া এলাকার একটি খালের পাড় ধসে পানির স্রোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভেসে গেছে বহু পুকুরের মাছ। হাফেজ বজলুর রহমান সড়কে নির্মাণাধীন একটি সেতুর বিকল্প রোড ভেসে যাওয়ায় এই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফাটল ধরেছে হাফেজ বজলুর রহমান সড়কে।

পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ এসব এলাকা পরিদর্শনে গিয়েছেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের দ্রুত পানি নিষ্কাশনে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন।

এদিকে গতকাল দুপুরে বজ্রপাতে উপজেলার উরকিরচর ইউনিয়নের আবাসিক গ্যাস লাইনের মিটারে আগুন জ্বলতে দেখা গেছে। স্থানীয়রা জানিয়েছেন প্রায় ত্রিশ মিনিট চেষ্টার পর সৃষ্ট আগুন নিভাতে সক্ষম হয়েছে।

এদিকে বৃষ্টির পানির সাথে খাল, নদীর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পশ্চিম গুজরা, নোয়াপাড়া, উরকিরচর, বিনাজুরী ইউনিয়নের গ্রামীণ রাস্তার উপর দিয়ে পানি গড়াচ্ছে। উপজেলায় ক্ষয়ক্ষতি সর্ম্পকে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারকে একাধিকবার মোবাইলে ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমা এককেন্দ্রিক বিশ্বের দিন শেষ : পুতিন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে গাছ উপড়ে ১২ পারিবার ক্ষতিগ্রস্ত