হাজী বিরিয়ানিকে দুই লাখ টাকা জরিমানা

নোংরা ও দুর্গন্ধময় পরিবেশ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৪:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান ভ্রাম্যমাণ আদালতের অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার নিউ মার্কেট এলাকায় অভিযান চালানো হয়েছে। এসময় নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাবার রান্না ও বিক্রি করায় নিউ মার্কেট মোড়স্থ হাজী বিরিয়ানিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জানা যায়, অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে বিরিয়ানি প্রস্তুত করা, রান্না ঘরের পার্শ্বে নোংরা পরিবেশে জবাইকৃত গরুর মাংস প্রসেস করা এবং কর্মরত খাদ্য কর্মীদের হেলথ ফিটনেস সনদ না থাকায় নিউ মার্কেট মোড়ের মেশিনিার মার্কেটস্থ হাজী বিরিয়ানি হাউসকে মামলা দায়ের পূর্বক ২ লাখ টাকা জরিমানা করা হয়।

চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাকর্মচারী ও সিএমপি সদস্যরা সহায়তা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধচবির শাটল আটকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবি
পরবর্তী নিবন্ধআনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু