হঠাৎ সাকিবকে স্মরণ করল কলকাতা নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১৬ এপ্রিল, ২০২৪ at ৭:০৭ পূর্বাহ্ণ

সাকিব আল হাসান। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসেও বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। নিজের খেলাটাকে কেবল দেশের জার্সিতেই সীমাবদ্ধ রাখেননি তিনি। দাপিয়ে বেড়িয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগেও। ২০১১ সাল থেকে আইপিএলের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি হয়েছিলেন সাকিব। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দুইবার শিরোপাও জিতেছেন। মাঝে সানরাইজার্স হায়দ্রাবাদে খেললেও আইপিএলে সাকিব যেন কলকাতারই ছেলে। ঘরের সেই ছেলেকে গতকাল আবার স্মরণ করলো কলকাতা নাইট রাইডার্স। তবে নিজেদের হয়ে খেলতে নয়। মূলত সাকিবের আইপিএল অভিষেকের দিনকেই ছবি দিয়ে মনে করিয়েছে দুইবারের আইপিএল বিজয়ীরা। সাকিবের দুই ছবি কোলাজ করে তারা লিখেছে ‘যেখানে আমরা আমাদের সাকিব দা কে পেয়েছিলাম’। নিচে ইংরেজিতে লেখা, ২০১১ সালের এইদিনে বেগুনি আর সোনালি জার্সিতে সাকিব আল হাসানের অভিষেক হয়েছিল। কলকাতা নাইট রাইডার্সের হয়ে মোট ৫১ ম্যাচ খেলেছিলেন সাকিব। এরমাঝে ব্যাট হাতে নেমেছিলেন ৩৮ বার। দুইটি হাফ সেঞ্চুরিতে করেছিলেন ৫৪৫ রান। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান। আর বল হাতে ২৭.৪০ গড়ে পেয়েছেন ৪৭ উইকেট। ২০১২ আইপিএলের ফাইনালে তার শেষ সময়ের ক্যামিও জয় এনে দিয়েছিল কলকাতাকে।

পূর্ববর্তী নিবন্ধএক ম্যাচেই ৫ গোল মেসি পুত্রের
পরবর্তী নিবন্ধআমিরবাগ আবাসিক এলাকায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন