হঠাৎ কোভিড আতঙ্ক ব্রাজিল দলে

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ১১:০০ পূর্বাহ্ণ

ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে হঠাৎ কোভিডআতঙ্ক দেখা দিয়েছে ব্রাজিল দলে। একাধিক ফুটবলার হঠাৎ অসুস্থ। ফুটবলারদের উপরে হোটেলের বাইরে না যাওয়ার নির্দেশ জারি হয়েছে। নেইমার নেই। এদিকে একাধিক ফুটবলার অসুস্থ হয়ে পড়েছেন। এই তালিকা ক্রমশ বেড়েই চলেছে। অসুস্থ হয়ে পড়েছেন আলেক্স সান্দ্রো, অ্যান্টনি ডস স্যান্টোস, অ্যালিসন বেকার, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহাসহ একাধিক ফুটবলার। কারও হালকা জ্বর ও গায়ে ব্যথা রয়েছে। কেউ কেউ আবার এর সঙ্গে বমিও করছেন। অর্থাৎ করোনায় আক্রান্ত হওয়ায় সব রকম উপসর্গ থাকায় উদ্বেগে ব্রাজিল শিবির। সূত্র আনন্দবাজার পত্রিকা। চিন্তিত ব্রাজিল টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেন, ‘কাতারে কেউ মাস্ক পরছেন না। কোভিড সংক্রমণ রোখার ন্যূনতম ব্যবস্থাও নেই। এই মুহূর্তে মরণভাইরাসের দাপট অনেকটা কম ঠিকই, আবার যে কোভিড রক্তচক্ষু দেখাবে না, তার কি কোনও নিশ্চয়তা আছে?’ যোগ করেন, ‘কাতারে দিনের বেলায় প্রচণ্ড গরম। রাতে তাপমাত্রা দ্রুত নেমে যাচ্ছে। তার উপরে স্টেডিয়াম শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় সমস্যা আরও বাড়ছে। শুরুর দিকে অস্বস্তি হত। একা আমার নয়, দলের অনেকেরই কাশি হয়েছে। স্টেডিয়াম শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় এই সমস্যা বলে আমার ধারণা।’ আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফুটবলারদের মধ্যেও। জানা গিয়েছে, প্রথম একাদশে সাতটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ তিতে। গোলে অ্যালিসনের পরিবর্তে খেলতে পারেন ম্যাঞ্চেস্টার সিটির এদেরসন বা ওয়েভারটনের মধ্যে এক জন।

পূর্ববর্তী নিবন্ধম্যাচ শেষে লিওনেল মেসি আমার ভুলের পর দল আরও শক্তিশালী হয়ে ওঠে
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.০২ কোটি টাকা