সড়কের শৃঙ্খলায় প্রয়োজন সরকার ও রাজনৈতিক মহলের সদিচ্ছা

নিসচার সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন

| মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৬:৫২ পূর্বাহ্ণ

নিরাপদ সড়ক চাই-এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য ছিল ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’। সরকার দিবসটি ঘিরে এবারের এই প্রতিপাদ্য নির্বাচনের মধ্য দিয়ে আইনের সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের উপর জোর তাগিদ দিয়েছে। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সঠিক ম্যানেজমেন্ট করতে হলে আইনের বিকল্প নেই। প্রথমে প্রয়োজন সরকার ও রাজনৈতিক মহলের সদিচ্ছা। যেমন সড়কে চলাচলে চালক, মালিক, যাত্রী, পথচারী সবাইকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। কারণ সড়কের ব্যবস্থাপনা সম্পর্কে জানার প্রক্রিয়া, নির্দেশনা ও করণীয় কি সঠিকভাবে তুলে ধরা না যায় এবং সম্পৃক্ত করতে না পারা যায় তা হলে সড়ক দুর্ঘটনার লাগাম টেনে ধরা সম্ভব নয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় ও শাখাসমূহের মাসব্যাপী এবং চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সহযোগিতায় তিনমাস ধরে চট্টগ্রামের তিন শতাধিক স্কুলের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক সমাবেশ কর্মসূচির সফল সমাপ্তি উপলক্ষে গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিসচা, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস এম আবু তৈয়বের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীবের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন হাকিম আলী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিসচা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লায়ন গনি মিয়া বাবুল, আবদুর রহমান, আসাদুর রহমান, মোহসিন খান, রোকনুজ্জামান রোকন, এ কে আজাদ, নুরুল হুদা, এম কাইয়ুম খান, আবদুর রাজ্জাক, অ্যাড. টিপু শীল জয়দেব, রেজাউল করিম রিটন, সনত তালুকদার, আরিচ আহমেদ শাহ, রেবা বড়ুয়া, মোহাম্মদ ইব্রাহিম।
সড়ক নিরাপত্তার প্রতিটি বিষয়কে গুরুত্ব দিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে (দেশে ও বিদেশে) মোট ১১৩৭টি কর্মসূচি পালিত হয়েছে। অক্টোবর মাসব্যাপী কর্মসূচি শেষ হয় গতকাল সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএবার অবসরে পাঠানো হলো পুলিশের ২ অতিরিক্ত ডিআইজিকে
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের মতো জনগণ আরেকবার জেগে উঠবে : ফখরুল